প্রাচীন বাংলার জনপদ মনে রাখার কৌশল

প্রাচীন বাংলার জনপদ মনে রাখার কৌশল

প্রাচীনকালে বাংলার অঞ্চলগুলিকে জনপদ নামে উল্লেখ করা হতো। গুপ্ত যুগের ঐতিহাসিক নথি ও গুপ্ত-পরবর্তী যুগ, পাল, সেন যুগ এবং অন্যান্য প্রাচীন বাংলায় বঙ্গ, গৌড়, সমতট, হরিকেল, চন্দ্রদ্বীপ, রাঢ়, পুণ্ড্র এবং বরেন্দ্রসহ ১৬ টি জনপদের কথা আছে। 

প্রাচীন-বাংলার-জনপদ-মনে-রাখার-কৌশল

প্রাচীন বাংলার জনপদ গুলোর মধ্যে বাংলায় মোট ১০ টি (মতান্তরে  মোট ৭ টি) প্রাচীন বাংলার জনপদ এর অস্তিত্ব পাওয়া যায়। আজকের আলোচনায়   গুরুত্বপূর্ণ ৭ টি জনপদ যথা:- পুণ্ড্র, বঙ্গ, সমতট, চন্দ্রদ্বীপ, গৌড়, রাঢ়, হরিকেল মনে রাখার কৌশল জানিয়ে দেওয়া হবে। প্রাচীন জনপদ মনে রাখার কৌশল নিচে আলোচনা করা হলো।

{tocify} Stitle={Custom Title}

প্রাচীন বাংলার জনপদ গুলোর নাম মনে রাখার কৌশল

প্রাচীন বাংলার জনপদ মনে রাখার কৌশল নিচের বাক্যটির মধ্যে দেওয়া হলো। চন্দ্রসম বঙ্গ হরি  গোরা পুণ্ড্রধারী।

  • চন্দ্র ⇒ চন্দ্রদ্বীপ।
  • সম ⇒ সমতট।
  • বঙ্গ ⇒ বঙ্গ।
  • হরি  ⇒ হরিকেল।
  • গো ⇒ গৌড়।
  • রা  ⇒  রাঢ়।
  • পুণ্ড্র ⇒ পুণ্ড্র। 

চন্দ্রদ্বীপ জনপদ

চন্দ্রদ্বীপ বরিশাল জেলায় অবস্থিত ছিল এবং একটি সমৃদ্ধ শহর ছিল যেখানে মানুষ কৃষিকাজ, শিকার এবং পশু পালনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করত। তারা কুমোর, কামার, কাঠমিস্ত্রি, স্বর্ণকারের মতো বিভিন্ন পেশায় দক্ষ ছিল। প্রাক-আর্য যুগের লোকেরাই প্রথম বাংলায় কৃষি, নৌকা নির্মাণ, বস্ত্রশিল্প এবং ধাতব শিল্পের চর্চা করে। তারা ইট ও পাথরের ভিত্তি দিয়ে পাথর ও তামা ব্যবহার করে প্রশস্ত বাড়ি নির্মাণ করেছিল।

চন্দ্রদ্বীপ জনপদ কোথায় অবস্থিত?

চন্দ্রদ্বীপ জনপদ বরিশাল, পিরোজপুর, খুলনা, বাগেরহাট পটুয়াখালী, গোপালগঞ্জ ইত্যাদি অঞ্চলে বিস্তৃত ছিলো। একটি বাক্যে মনে রাখার কৌশল: চন্দ্রদ্বীপের খুলনার বাঘ যায় রোজ বরিশাল

  • চন্দ্রদ্বীপের ⇒ চন্দ্রদ্বীপ জনপদ।
  • খুলনার ⇒ খুলনা।
  • বাঘ ⇒ বাগেরহাট।
  • রোজ ⇒ পিরোজপুর।
  • বরিশাল ⇒ বরিশাল।

পুণ্ড্র জনপদ

পুন্ড্র রাজ্যের রাজধানীর নাম পুন্ড্রনগর। বর্তমান বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে পুন্ড্রনগর অবস্থিত।পুন্ড্র রাজ্যের উত্তরাংশকে বরেন্দ্র, বরেন্দ্রী বা বরেন্দ্রভূমি বলা হত। প্রাচীন সভ্যতার বিচারে পুণ্ড্র ছিল বাংলাদেশের সবচেয়ে ধনী রাজ্য। বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর জেলাকে কেন্দ্র করে পুণ্ড্র জনপদ গড়ে ওঠে। একটি বাক্যে পুণ্ড্র জনপদের অবস্থান কোন কোন জেলায় তা মনে রাখার কৌশল: পুণ্ড্রে দিনা রং এর গুড়ায় রাজ করে।

  • পুণ্ড্রে ⇒ পুণ্ড্র জনপদ।
  • দিনা ⇒ দিনাজপুর ।
  • রং ⇒ রংপুর।
  • গুড়ায় ⇒ বগুড়া।
  • রাজ ⇒ রাজশাহী।

রাঢ় জনপদ

ভাগীরথী নদীর পশ্চিম তীর হতে গঙ্গা নদীর দক্ষিণ অঞ্চল রাঢ় জনপদের অংশ ছিলো। রাঢ় বাংলাদেশের একটি প্রাচীন জনপদ।

প্রাচীন রাঢ় জনপদ কোথায় অবস্থিত?

পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল। ( বর্ধমান জেলা)

গৌড় জনপদ

জনশ্রুতি আছে যে ভোজ বংশের গৌড় নামক একজন ব্যক্তি খ্রিস্টপূর্ব ৭৩০ অব্দে মালদা অঞ্চলে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন। রাজ্যটি বর্তমান চাঁপাইনবাবগঞ্জ থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম এবং বহরমপুর পর্যন্ত বিস্তৃত ছিল। এক সময় এর রাজধানী ছিল কর্ণসুবর্ণ (মুর্শিদাবাদ)।

প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ কোন জেলায় এই প্রশ্নটি অনেক চাকরির পরীক্ষাতে আসতে দেখা যায়। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত।

প্রাচীন বাংলার জনপদ গৌড় বাংলাদেশের কোন কোন জেলায় অবস্থিত তা মনে রাখার কৌশল নিচের বাক্যটিতে পাবেন। বাক্যটি হলো: গৌড় ভাইয়া চাঁপার রাজা। এখানে,

  • গৌড় ⇒ গৌড় জনপদ।
  • চাঁপা ⇒ চাঁপাইনবাবগঞ্জ।
  • রাজা ⇒ রাজশাহী।

অর্থাৎ, গৌড় জনপদ বা প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে ছিলো।

হরিকেল জনপদ

হরিকেল ছিল বাংলার একটি প্রাচীন শহর যা পূর্বের পূর্ব সীমান্তে অবস্থিত ছিল। এটি বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে এবং কেউ কেউ বিশ্বাস করেন যে এটি বর্তমান চট্টগ্রামে অবস্থিত ছিল। এটি বিশ্বাস করা হয় যে শহরটি শ্রীহট্ট থেকে চট্টগ্রামের একটি বিশেষ অংশে বিস্তৃত ছিল, তবে মাঝখানে একটি সমতল রাজ্যের অস্তিত্বের কারণে এর সঠিক অবস্থান সম্পর্কে কিছুটা বিভ্রান্তি রয়েছে।

প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা একটি বাক্যে মনে রাখার কৌশল: হরি ভাইয়া থাকে বসে সিলেটের চাট্টিগায়।

  • হরি ⇒ হরিকেল জনপদ।
  • সিলেটের ⇒ সিলেট।
  • চাট্টিগায় ⇒  চট্টগ্রাম।

হরিকেল জনপদ কোথায় অবস্থিত?

  • রাজশাহী
  • দিনাজপুর
  • খুলনা
  • চট্টগ্রাম

প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা?

  • রাজশাহী
  • দিনাজপুর
  • খুলনা
  • চট্টগ্রাম

বঙ্গ জনপদ

বর্তমান বাংলাদেশের কেন্দ্রীয় অংশ ছিল বঙ্গজনপদ, যা বৃহত্তর বগুড়া, পাবনা, ময়মনসিংহ জেলার পশ্চিমাঞ্চল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী নিয়ে গঠিত হয়েছিল। এখানে যারা বসবাস করত তাদের বলা হতো ‘বঙ্গ’ জাতি, আর ‘বঙ্গ’ থেকে বাঙালি জাতির উৎপত্তি।

বঙ্গ জনপদ কোথায় অবস্থিত?

বঙ্গ জনপদ ঢাকা, ময়মনসিংহ, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল অঞ্চলে অবস্থিত। মনে রাখার কৌশল: বঙ্গ ঢাকায় কুষ্টিময়মনে  বেঁচে ফরিদপুরের শাল

  • বঙ্গ ⇒ বঙ্গ জনপদ।
  • ঢাকায় ⇒ ঢাকা।
  • কুষ্টি ⇒ কুষ্টিয়া।
  • ময়মনে  ⇒ ময়মনসিংহ।
  • ফরিদপুরের ⇒ ফরিদপুর।
  • শাল ⇒ বরিশাল ।

সমতট জনপদ

সমত হল পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলার একটি প্রাচীন শহরের নাম, সেইসাথে প্রাচীন বাংলার দক্ষিণ-পূর্ব অংশের একটি বৃহৎ রাজ্যের নাম। এতে মধ্য বাংলার কিছু অংশ এবং বাংলাদেশের বৃহত্তর কুমিল অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। ত্রিপুরা ছিল মালভূমির প্রধান কেন্দ্র এবং রাজ্যভট্টের অন্যতম রাজধানী ত্রিপুরা জেলার ময়নামতীর কাছে করমন্ত বা বড়োকামতায় অবস্থিত ছিল।

প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো?

প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অংশকে বুঝানো হতো। 
বর্তমান বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অংশকে সমতট বলা হয়। মনে রাখার কৌশল: সমতটের কুমিল্লা ভাই নোয়াখালী যায়।

  • সমতটের  ⇒ সমতট জনপদ।
  • কুমিল্লা  ⇒ কুমিল্লা  ।
  • নোয়াখালী  ⇒ নোয়াখালী।  

সমতট জনপদ কোথায় অবস্থিত ?

  • সিলেট অঞলে
  • চট্টগ্রাম অঞ্চল
  • রাজশাহী অঞ্চল
  • কুমিল্লা অঞ্চল

কবিতার মাধ্যমে প্রাচীন বাংলার জনপদ মনে রাখার কৌশল

  • চন্দ্রসম বঙ্গ হরি  গোরা পুণ্ড্রধারী।।
  • চন্দ্রদ্বীপের খুলনার বাঘ রোজ যায় বরিশাল
  • বঙ্গ ঢাকায় কুষ্টিময়মনে বেঁচে ফরিদপুরের শাল।
  • পুণ্ড্রে দিনা রং এর গুড়ায় রাজ করে হায়
  • রাঢ় ভাইয়া  পশ্চিম বাংলার দক্ষিণেতে রয়।
  • হরি ভাইয়া থাকে বসে সিলেটের চাট্টিগায়
  • সমতটের কুমিল্লা ভাই নোয়াখালি যায়।
  • এদিকে গৌড় ভাইয়া চাঁপার রাজা।
  • বাংলার জনপদ আর ভুল হবেনা।

আজকের আলোচনায় প্রাচীন বাংলার জনপদ মনে রাখার কৌশল ও চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাতটি জনপদের সম্পর্কে আলোচনা করা হলো। ভালো লাগলে শেয়ার করে পাশে থাকুন।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন