বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ সম্পর্কে তথ্য

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ সম্পর্কে তথ্য 

বঙ্গবন্ধু-স্যাটেলাইট-১-সম্পর্কে-তথ্য

স্যাটেলাইট কি

স্যাটেলাইট অর্থ কৃত্রিম উপগ্রহ। চাঁদ যেমন পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ। তেমনি স্যাটেলাইট মানুষের তৈরি এক ধরনের যন্ত্র যা তথ্য সংগ্রহ বা যোগাযোগের জন্য পৃথিবী বা চাঁদ বা অন্য গ্রহের চারপাশে কক্ষপথে রাখা হয়। স্যাটেলাইটগুলি যোগাযোগ, গতিপথ এবং বৈজ্ঞানিক গবেষণা সহ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে।

{tocify} Stitle={Custom Title}

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ বাংলাদেশের প্রথম জিওস্টেশনারি এন্ড কমিউনিকেশন স্যাটেলাইট। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ ২০১৮ সালের ১১ মে কেপ কেনেডি, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে করে কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছিল। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ বাংলাদেশ এবং এর প্রতিবেশী দেশগুলিতে টেলিভিশন, ইন্টারনেট এবং টেলিফোন পরিষেবা সরবরাহ করে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর  অভিযানের সময়কাল ১৫ বছর । বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (BCSCL) দ্বারা পরিচালিত হয়। স্যাটেলাইটটির নামকরণ করা হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ সম্পর্কে তথ্য

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক কারণ এটি দেশকে টেলিযোগাযোগ ও সম্প্রচার পরিষেবার ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা আনে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ বাংলাদেশের সমগ্র অঞ্চলের পাশাপাশি ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং ফিলিপাইনের কিছু অংশের পরিসেবা প্রদান করে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর গুরুত্বপূর্ণ তথ্য

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এ ২৬ টি কেইউ-ব্যান্ড এবং ১৪ টি সি-ব্যান্ড সহ মোট ৪০ টি ট্রান্সপন্ডার রয়েছে। কেইউ -ব্যান্ড ট্রান্সপন্ডারগুলি ডাইরেক্ট-টু-হোম (ডিটিএইচ) টেলিভিশন, ইন্টারনেট এবং অন্যান্য ডেটা পরিষেবার জন্য উদ্দিষ্ট, যেখানে সি-ব্যান্ড ট্রান্সপন্ডারগুলি টেলিভিশন এবং রেডিও সম্প্রচার, শিক্ষা এবং টেলিমেডিসিন পরিষেবাগুলির জন্য ব্যবহার করা হবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর সুবিধা

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ একটি দুর্যোগ সতর্কীকরণ ব্যবস্থা রয়েছে যা বন্যা, ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে দ্রুত প্রতিক্রিয়া জানাতে ব্যবহার করা হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ প্রত্যন্ত এবং গ্রামীণ এলাকার জন্য সংযোগও প্রদান করে, যা ডিজিটাল বিভাজন দূর করতে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য পরিষেবাগুলির মান উন্নত করতে সাহায্য করছে। সামগ্রিকভাবে, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো যা বাংলাদেশকে স্যাটেলাইট-ভিত্তিক পরিষেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করছে।

চাকরির পরীক্ষাতে আসা বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ সাধারণ জ্ঞান

১। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কোন ধরনের কৃত্রিম উপগ্রহ?

  • (ক) ভূস্থির যোগাযোগ উপগ্রহ।
  • (খ) সম্প্রচার উপগ্রহ।
  • (গ) ক ও খ উভয়ই
  • (ঘ) কোনোটিই নয়।

২। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর মেয়াদকাল ধরা হয়েছে?

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর আয়ু ধরা হয়েছে?

  • (ক) ১৭ বছর
  • (খ) ১৮ বছর
  • (গ) ১৯ বছর
  • (ঘ) ১৫ বছর

৩। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণ করা হয় কোন দেশ থেকে?

  • (ক)  যুক্তরাষ্ট্র
  • (খ) যুক্তরাজ্য
  • (গ) ফ্রান্স
  • (ঘ) কানাডা

৪। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর ব্যান্ডউইথ কত?

  • (ক)  ১৬১০ মেগাহার্জ
  • (খ) ১৬২০ মেগাহার্জ
  • (গ) ১৬০০ মেগাহার্জ
  • (ঘ) ১৬৩০ মেগাহার্জ

৫। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয় কবে?

  • (ক) ৪ সেপ্টেম্বর ২০১৮
  • (খ) ৬ সেপ্টেম্বর ২০১৮
  • (গ) ৮ সেপ্টেম্বর ২০১৮
  • (ঘ) ১০ সেপ্টেম্বর ২০১৮

৬। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ খরচ কত?

  • (ক) দুই হাজার ৯৫০ কোটি টাকা ।
  • (খ) দুই হাজার ৯৫৮ কোটি টাকা ।
  • (গ) দুই হাজার ৯৬০ কোটি টাকা ।
  • (ঘ) ২ হাজার ৯০২ কোটি টাকা।  

৭। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণ করা হয় কবে?

  • (ক) ২০১৮ সালের মে মাসে
  • (খ) ২০১৮ সালের জুন মাসে
  • (গ) ২০১৮ সালের জুলাই মাসে
  • (ঘ) ২০১৮ সালের আগস্ট মাসে

৮। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ মহাকাশে প্রেরণ করা হয় কবে?

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কবে মহাকাশে প্রেরণ করা হয়?

  • (ক) ২০১৮ সালে
  • (খ) ২০১৪ সালে
  • (গ) ২০১৬ সালে
  • (ঘ) ২০২১ সালে

৯। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণকারী রকেট কোন দেশের তৈরি?

  • (ক) আমেরিকা
  • (খ) ইংল্যান্ড
  • (গ) রাশিয়া
  • (ঘ) ইউক্রেন

১০। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কোন দেশের তৈরি?

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ তৈরি করে কোন দেশ?

  • (ক) বাংলাদেশ
  • (খ) ফ্রান্স
  • (গ) আমেরিকা
  • (ঘ) সুইডেন

১১। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি?

  • (ক) থ্যালাস অ্যালেনিয়া স্পেস
  • (খ) স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল
  • (গ) ইন্টারস্পুটনিক
  • (ঘ)‘বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানী লিমিটেড

১২। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কবে উৎক্ষেপণ করা হয়?

  • (ক) বাংলাদেশ সময় ১২ মে
  • (খ) বাংলাদেশ সময় ১১ মে
  • (গ) বাংলাদেশ সময় ১০ মে
  • (ঘ) বাংলাদেশ সময় ৯ মে

১৩। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কি?

  • (ক) বঙ্গবন্ধুর স্মৃতিসৌধ।
  • (খ) কৃত্রিম উপগ্রহ।
  • (গ) ছায়াছবির নাম।
  • (ঘ) বিখ্যাত গ্রন্থ।

১৪। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কখন উৎক্ষেপণ করা হয়?

  • (ক) বাংলাদেশ সময় ০১:১৪
  • (খ) বাংলাদেশ সময় ০০:১৪
  • (গ) বাংলাদেশ সময় ০২:১৪
  • (ঘ) বাংলাদেশ সময় ১২:১৪

১৫। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর গ্রাউন্ড স্টেশন কয়টি?

ভূ-উপগ্রহ কেন্দ্র কয়টি?

  • (ক) ১ টি
  • (খ) ২ টি
  • (গ) ৩ টি
  • (ঘ) ৪ টি

১৬। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ বহনকারী রকেটের নাম কি?

  • (ক) ফ্যালকন ৭
  • (খ) ফ্যালকন ৮
  • (গ) ফ্যালকন ৯
  • (ঘ) ফ্যালকন ১০

১৭। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর তত্ত্বাবধানে কোন প্রতিষ্ঠান?

  • (ক) BTCL
  • (খ) SPARRSO
  • (গ) BTRC
  • (ঘ) BSCL

১৮. বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে?

  • ক) রাশিয়া
  • (খ) ফ্রান্স
  • (গ) আমেরিকা
  • (ঘ) সুইডেন

১৯।  নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী  হিসাবে বাংলাদেশ কত দেশ?

  • (ক) ৫৮ তম
  • (খ) ৫৯ তম
  • (গ) ৫৭ তম
  • (ঘ) ৬০ তম

২০। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট মহাকাশে অবস্থান করবে?

  • (ক) ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ।
  • (খ) ১১৯.১ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে ।
  • (গ) ১১৯.২১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ।
  • (ঘ) ১১৯.২১ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে ।

২১। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কিসের নাম?

  • (ক) উপগ্রহের/ কৃত্রিম উপগ্রহের
  • (খ) নৌজাহাজের
  • (গ) মহাকাশ যানের
  • (ঘ)  যুদ্ধ জাহাজের

২২। বঙ্গবন্ধু স্যাটেলাইট -০১ এর উৎক্ষেপনকারী রকেটটি কোন দেশে তৈরী হয়েছে?

  • (ক) রাশিয়া
  • (খ) ফ্রান্স
  • (গ) চীন
  • (ঘ) আমেরিকা

২৩। স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?

  •  (ক) ৫০তম
  • (খ) ৫৭তম
  • (গ) ৬৭তম
  • (ঘ)  ২৯তম

২৪। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়?

  • (ক) কেপ ক্যানাভেরাল স্পেস সেন্টার
  • (খ) স্টেনিস স্পেস সেন্টার
  • (গ) জন্সন স্পেস সেন্টার
  • (ঘ) কেনেডি স্পেস সেন্টার

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ থেকে লিখিত প্রশ্নের উত্তর 

প্রশ্ন ১। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ প্রকল্পের মূল পরামর্শক কোন প্রতিষ্ঠান?

উত্তর: যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল।

প্রশ্ন ২। কোন সংস্থার কাছ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর জন্য অরবিটাল স্লট অনুমোদন দেওয়া হয়?

উত্তর: রাশিয়ার সংস্থা ইন্টারস্পুটনিকের কাছ থেকে।

প্রশ্ন ৩। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর নকশা কোন সংস্থা তৈরি করেছে?

উত্তর: ফ্রান্সের থ্যালিস অ্যালেনিয়া স্পেস।

প্রশ্ন ৪। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কোন সংস্থা থেকে উৎক্ষেপণ করা হয়েছে?

উত্তর: যুক্তরাষ্ট্রের ব্যক্তিমালিকানাধীন মহাকাশযান সংস্থা স্পেস এক্স ।

প্রশ্ন ৫। কত তারিখে বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ থেকে পরীক্ষামূলক সংকেত পেতে শুরু করে?

উত্তর: ১২ মে ২০১৮ তারিখে।

প্রশ্ন ৬। বঙ্গবন্ধু-১ কৃত্রিম উপগ্রহটি বাংলাদেশের ভূ-কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করার জন্য কোথায় ভূকেন্দ্র তৈরি করা হয়?

উত্তর: গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায়।

প্রশ্ন ৭। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কোথায় অবস্থান করছে?

উত্তর: বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমার কক্ষপথে। এর অন্তর্ভুক্ত এলাকার পরিধি হবে ইন্দোনেশিয়া থেকে তাজিকিস্তান পর্যন্ত।

প্রশ্ন ৮। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট কী নামে পরিচিত?

উত্তর: বিএস-১ নামে পরিচিত।

প্রশ্ন ৯। বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট এর নাম কি?

উত্তর: ব্র্যাক অন্বেষা হলো বাংলাদেশের প্রথম ক্ষুদ্রাকৃতির কৃত্রিম উপগ্রহ বা ন্যানো স্যাটেলাইট ।

প্রশ্ন ১০। স্যাটেলাইট বলতে কি বোঝায়?

উত্তর: স্যাটেলাইট হলো মানুষের তৈরি যেসব যন্ত্র নির্দিষ্ট কতকগুলো কাজের জন্য পৃথিবীর চারদিকে মহাশূন্যের নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারে, তাদের স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বলে।

আজকের আলোচনায় বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ সম্পর্কে তথ্য বিস্তারিত তুলে ধরা হয়েছে।বঙ্গবন্ধু স্যাটেলাইট  ১ এর পর বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ বাংলাদেশের ২য় স্যাটেলাইট যা একটি হাইব্রিড স্যাটেলাইট হবে। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন